- প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হল আপনার ডোমেইনটি যেন .com হয়। এর কারন হল বেশীরভাগ ক্ষেত্রেই মানুষ ডোমেইন বলতে মূলত .com ডোমেইনকে বুঝে।
- .com নিলেও তারপর .bd জুড়ে দেবেন না কারন আমরা যদি কাওকে সিএই এর এ্যাড্রেস বলি সাধারনত সিএই বলি cae.com.bd বলি না। তাই শুধু .com ডোমেইনই সবচেয়ে ভালো।
- নামের মাঝে (-) এরকম ধরনের চিন্হ দেবেন না। কারন এরকম চিন্হ প্রথমআলো বা খোলাজানালার ডোমেইনে আছে কিন্তু আমরা কখনোই ডোমেইন এর নাম বলার সময় কাওকে ওই চিন্হের কথা বলি না বলি প্রথমআলো বা খোলাজানালা।
- এরপর হচ্ছে 24 ছাড়া অন্যকোন নিউমেরিক কী দেবেন না কারন কাওকে যখন বলবেন বিডিওয়েবসেভেন তখন সে বুঝবে না সেভেন কি নিউমেরিক না এ্যালফাবেট।
- ডোমেইন এর নামটা কখনোই জটিল করবেন না যেমন সমকালদর্পন এটির বানানটা আসলেই দাতভাঙা দুঃখিত কীবোর্ডভাঙা।
- আর আপনার ডোমেইনের নাম শুনলেই যেন বোঝা এটা কিসের সাইট। যেমন মিউজিকডটকম শুনলেই যে কেউ বোঝে এটা মিউজিক বিষয়ক সাইট।
- ডোমেইন এর নামটি যথাসম্ভব ছোট রাখতে চেষ্টা করবেন। কিন্তু ছোট করতে গিয়ে আবার উদ্ভট নাম নেবেন না চেষ্টা করবেন অর্থবোধক এবং কীওয়ার্ড বান্ধব নাম নিতে।
- তাছাড়া ডোমেইন এর নাম শুনলেই যেন এর ইংরেজী বানানটা করা যায় সেভাবে করবেন ভুল বানানে ডোমেইন নেবেন না। যেমন ভার্সিটিএডমিশন সাইটের বানান আর ভার্সিটিএডমিশন এর সঠিক বানান এক নয়।
- ডোমেইনের নামটি যেন আবার কোন জনপ্রিয় সাইটের সাথে মিলে না যায় সেদিকে খেয়াল রাখবেন না হলে পরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সমস্যা হতে পারে।
- শেষ যে কথাটি বলবো তা হল ডোমেইন কেনার সময় অবশ্যই তাদের প্যাকেজ এর বিস্তারিত জেনে নেবেন কারন ইয়াহূ যেমন প্রথম বছর ডোমেইন এর দাম কম রাখলেও পরবর্তীতে তা অনেক বেশী রাখে।
Online earning help elements, exclusive updates & cool links are available here......
04 November, 2010
ডোমেইন কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment