03 November, 2010

সার্চ ইঞ্জিন, পেজ রেংক, এসইও ও এডসেন্স বিষয়ক টিপস পর্ব এক

এই পোষ্টটিতে সার্চ ইঞ্জিন, পেজ রেংক, SEO, এডসেন্স বিষয়ক কিছু টিপস দেব। তাহলে শুরু করা যাক।
  • বিভিন্ন সাইটে আপনার ব্যাক লিংক দিন যা পেজ রেংক এর জন্য গুরুত্ব পূর্ন।
  • পেজ এর ব্যাকগ্রাউন্ড ও এ্যাড এর ব্যাকগ্রাউন্ড ও বর্ডার এর রং একই রাখুন।
  • লেখার মাঝে নিরাপদ দূরত্বে ও নেভিগেশন বার এর নিচে রং মিলিয়ে লিংক ইউনিট এর এড ব্যাবহার করুন।
  • অপেক্ষাকৃত সহজ বানানের মনে রাখা যায় এমন ডোমেইন ব্যাবহার করুন।
  • অবশ্যই সব জায়গায় পজেটিভ এ্যাপ্রোচ নিয়ে কমেন্ট করুন।
  • বিভিন্ন গ্রুপ ও কমু্নিটি তৈরীর মাধ্যমে Social network তৈরী করুন।
  • বিভিন্ন ব্লগে জনপ্রিয় বিষয়ে আর্টিকেল লিখুন।
  • দেশ বিদশী বিভিন্ন সাইটে ও ব্লগে কমেন্ট করুন এবং সেখানে আইডি হিসেবে আপনার ডোমেইনটি ব্যাবহার করুন।
  • প্রতিটি পোষ্ট এর জন্য আলাদা টাইটেল, মেটা কী ওয়ার্ড ও মেটা ডিসক্রীপশন ব্যাবহার করুন।
  • Frame এবং Iframe যথাসম্ভব বর্জন করুন। কারন Frame এবং Iframe ব্যাবহার এডসেন্সের নীতি বিরোধী।
  • উন্নত, জনপ্রিয় ও বিরল কনটেন্ট ব্যাবহার করুন।
  • প্রতি পাতার কিছু কী ওয়ার্ডে  <b> </b>  ট্যাগ ব্যাহার করুন।
  • লিংক ও সাবডোমেইন গুলোকে পরিচ্ছন্ন, ছোট ও স্পষ্ট রাখুন।
  • পেজ ভিউয়ার রা যেন সহজেই তার প্রত্যাশিত বস্তুটি খুজে পায় এমনভাবে ডিজাইন করুন।
  • ইআরএল দিয়ে ভিডিও শেয়ার করুন।
  • গ্রাফিক্স, ফ্লাশ, মুভি ক্লিপ, সাউন্ড, পপ আপ এসবের কোন মূল্য সার্চ ইঞ্জিনে নেই তা এগুলোও যথাসম্ভব বর্জন করুন।
  • ছবির জন্য কী ওয়ার্ড বান্ধব নাম ব্যাবহার করুন।
  • কী ওয়ার্ড গুলো জনপ্রিয় হয় সেদিকে খেয়াল করুন।
  • প্রতিটি ছবিরজন্য আলাদা Alt ট্যাগ ব্যাবহার করুন।
  • প্রতিটি লেখার জন্য আলাদা ট্যাগ ও কীওয়ার্ড ব্যাবহার করুন।
  • Deep link ও Non Anchor text ব্যাহার করুন।
  • খুব বড় নয় আবার খুব ছোটও নয় কিন্তু কীওয়ার্ড ও SEO বান্ধব সহজ বানানের এমন ডোমেইন ব্যাবহার করুন।
  • সম্ভব হলে নিজস্ব ডোমেইন ব্যাবহার করুন।
  • RSS Feed ব্যাবহার করুন।
  • HTML কে পরিচ্ছন্ন রাখুন।
  • Sitemap ব্যাবহার করুন। এখানে আপনার সাইটের সাইটম্যাপ সাবমিট করুন।
  • Java ও CSS এর জন্য আলাদা ফাইল ব্যাবহার করুন।
  • লিংকগুলোকে যথাসম্ভব স্পষ্ট রাখুন।
  • গুগল এর ওয়েমাষ্টারএড ইউআরএল ও এনালাইটিক সার্ভিস ব্যাবহার করতে পারেন ভিজিটর বাড়ানোর জন্য।
  • পপুলার কী ওয়ার্ড ব্যাবহার করুন লেখায়। এবং আপনার লেখার 7-10% জুড়ে আপনার টার্গেটকৃত কীওয়ার্ডটি দিন।
  • আর লেখার সময় লেখা গুলো এমন ভাবে লিখুন যেন তা সার্চ ইঞ্জিন ও কীওয়ার্ড বান্ধব হয়। যেমন আপনি আপনি হয়ত লিখবেন Song কিন্তু যারা সার্চ করবে তারা লিখবে latest song download free অথবা free song download তাই যেভাবে সার্চ হবার সম্ভাবনা থাকবে বা ঐ অপশনটির জন্য যে কী ওয়ার্ড আছে তা ব্যাবহার করুন।
  • নিয়মিত পেজ আপডেট করুন প্রতিদিন কমপক্ষে নতুন একটি পেজ তৈরী করুন।
  • সম্ভব হলে নিজস্ব ডোমেইন ব্যাবহার করুন।
  • ভিউয়ার দের সাথে প্রতারনা থেকে দূরে থাকুন।
  • কপি পেষ্ট থেকে বিরত থাকুণ।
  • গুগলের সাথে চালাকি করার চেষ্টা করবেন না।
  • জনপ্রিয় মিডিয়া সমূহে আপনার সাইটের বি্ঞ্জাপন নিয়মিত দিন।
  • ভিউয়ার রা যেন আবার আসে সে জন্য সাইটে তাদের আকর্ষন করার জন্য কোন ইলিমেন্ট রাখুন।
  • সাইটে বিভিন্ন জরিপ, প্রতিযোগীতা, পুল এসবের নিয়মিত আয়োজন রাখুন।

No comments:

Post a Comment