04 November, 2010

এডসেন্স চেক প্রাপ্তির আগে প্রাপ্তির তথ্য বিষয়ক কিছু কথা

যে মাসে কেউ প্রথম এডসেন্স চেক পায় স্বাভাবিক ভাবেই তখন সে অস্থির এবং উত্তেজিত থাকে। চেক প্রাপ্তি বিষয়ক তাদের অনেক আগ্রহ থাকে। তাই ভাবলাম তাদের জন্য এডসেন্স চেক বিষয়ক কিছু কথা নিয়ে একটি পোষ্ট করি।
এডসেন্স থেকে যখন চেক ইস্যু করা হয়( পেমেন্ট হিস্টোরী পেজে পাবেন) তখন পাবলিশার কে DHL AWB (যারা কুরিয়ারে আনেন, তবে আমি সব বাংলাদেশী পাবলিশারকেই বলবো কুরিয়ারে আনার জন্য) নাম্বারটি দেয়া হয় না এটা দেয়া হয় বেশ কিছুদিন পর। তাই তখন পাবলিশাররা জানতে পারেন না যে তার চেক তখন কোথায় আছে বা কবে তিনি পাবেন। এ সমসস্যার একটি সহজ সমাধান আছে তা হল পেমেন্ট ইস্যু হওয়ার সময় এডসেন্স থেকে চেক নাম্বারটি দেয়া হয়। আর এই চেক নাম্বারটিকেই ডিএইচএল ব্যাবহার করে শিপিং রেফারেন্স হিসেবে। তাই আপনি DHL এ ফোন করে আপনার চেক নাম্বারটিকে শিপিং রেফারেন্স এ খোজ করতে বললে তারা আপনাকে অনেক আগেই আপনার চেক এর বিস্তারিত তথ্য , কখন কোথায় আছে, কবে আসবে তার জানাতে পারবে। অবশ্য এটি আপনার নাম বললেও তারা সার্চ করে বের করতে পারে কিন্তু তা আসলেই কঠিন এবং বেশীরভাগ সময়েই সম্ভব হয় না। তবে যেভাবেই বের করুন না কেন আপনার DHL AWB নাম্বারটি নিতে ভুলবেন না। তাতে আপনি আবার যদি খোঁজ নেন তাহলে DHL AWB নাম্বারটি দিয়েই সহজে খোঁজ নিতে পারবেন। এমনকি ডিএইচএল এর ওয়েব থেকেও জানতে পারবেন ট্রাকিং সিস্টেম এর মাধ্যমে।

আর সব এডসেন্স পাবলিশার যারা এখনো চেক বা পেমেন্ট পাননি তাদের জন্য আমার দুটি টিপস :

  • তা হল- চেক অবশ্যই কুরিয়ারে মাধ্যমে আনবেন যদিও চার্জ কাটা হয় তারপরও।
  • আর এ জন্য আপনার একাউন্টটি অবশ্যই ব্যাংকের লোকাল ব্রাঞ্চে করবেন।

No comments:

Post a Comment